
যুক্তরাষ্ট্রে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার ও বায়োনটেকের টিকা নিয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) একজন নার্স। তার নাম সান্দ্রা লিন্ডসে। তিনি বলেন, ‘সুস্থতা ফিরে আসছে।’
করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থদের চিকিৎসাসেবা দিচ্ছেন সান্দ্রা। তিনি সেখানকার লং আইল্যান্ড ইহুদি মেডিক্যাল সেন্টারে কাজ করেন। স্থানীয় সময় সকাল নয়টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে করোনার টিকা নেন তিনি।
গতকাল সোমবার থেকে যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এ টিকা ‘বিএনটি১৬২বি২’-এর অনুমোদন দেয়া হয়েছে।
টিকা নেয়ার পর সান্দ্রা বলেন, ভালো লাগছে। আমি ফ্রন্টলাইনের সব কর্মী ও আমার যে সহকর্মীরা বিশ্বজুড়ে এ মহামারি মোকাবিলায় অসাধারণ ভূমিকা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি আশাবাদী, স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যে, উপশম চলে আসছে। আশা করছি, এর মধ্য দিয়ে আমাদের ইতিহাসের এক ব্যথাতুর সময় অবসানের শুরু হল।
লিন্ডসের টিকা নেয়ার কিছুক্ষণ পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, ‘প্রথম টিকা দেওয়া হল যুক্তরাষ্ট্রে। অভিনন্দন। বিশ্বকে অভিনন্দন।’