প্রযুক্তি

রিয়েলমি ৮ ও সি২৫ এখন বাজারে

বাজারেএলো রিয়েলমি ব্র্যান্ডের নতুন দুই স্মার্টফোন- রিয়েলমি ৮ ও সি২৫। দেশের সব আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেস থেকে ফোনগুলো কেনা যাবে। রিয়েলমি ৮ সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক- এ দুটি রঙে পাওয়া যাচ্ছে, দাম ২২,৯৯০ টাকা।

সি২৫ এর দুটি ভ্যারিয়েন্ট (৪+৬৪ জিবি) ও (৪+১২৮) জিবির দাম যথাক্রমে ১৩,৯৯০ টাকা ও ১৪,৯৯০ টাকা এবং ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু- এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।

রিয়েলমি ৮ হেলিও জি৯৫ গেমিং প্রসেসরযুক্ত প্রথম স্মার্টফোন। এতে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার স্লিম এবং স্টাইলিশ এই ফোনটির ওজন মাত্র ১৭৭ গ্রাম ও পুরুত্ব ৮ মিলিমিটারের চেয়েও কম, যার ফলে ফোনটি খুবই হালকা।

নতুন এ ফোনের ব্যাকশেলে ‘ডেয়ার টু লিপ’ স্লোগান ব্যবহার করা হয়েছে। হেলিও জি৯৫ গেমিং প্রসেসর থাকায় যে কোনো হেভি গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন দীর্ঘসময় অনায়াসে খেলা যাবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১১৯-ডিগ্রির সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো লেন্স এবং বিঅ্যান্ডডব্লিউ পোর্ট্রেট লেন্সের ক্যামেরা সেটআপ। টিল্ট-শিফট মোড, স্টারি মোড, ট্রেন্ডি পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিও ও এনহ্যান্সড ভিডিও স্টেবিলাইজেশনের মতো ফিচার থাকায় চমৎকার ছবি এবং সব ভিডিও ধারণ করা যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে ৩০ ওয়াট ডার্ট চার্জযুক্ত ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ২৬ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে, রিয়েলমি সি২৫ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিসহ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন। এটি টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা প্রত্যয়নপ্রাপ্ত ‌‘সি’ সিরিজের প্রথম স্মার্টফোন। এতে রয়েছে ১৮ ওয়াট টাইপ-সি চার্জার, হেলিও জি৭০ গেমিং প্রসেসর।

অ্যান্ড্রয়েড ১১ এর উপর ভিত্তি করে তৈরি করা রিয়েলমি ২.০, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

চলমান পরিস্থিতিতে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে রিয়েলমি। হোম ডেলিভারি সুবিধা পেতে ০১৮৭৩৯০২৬৬৯ অথবা ০১৮১১১৯৩৭৭৫ নম্বরে কল করতে হবে।

কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এ rebrand.ly/BuyNow_realme_8_C25 ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button