সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অব কার্ডস মোঃ মিনহাজ উদ্দিন ও মিনিসো বাংলাদেশ লিমিটেডের পরিচালক শাহ রাঈদ চৌধুরী নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মিনিসো বাংলাদেশের নির্বাচিত আউটলেট থেকে লংকাবাংলা রিওয়ার্ড ভাউচার দিয়ে পণ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস সেলস খাজা ওয়াছিউল্লাহ ও ইভিন্স গ্রূপের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্বজিৎ লোধসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।