প্রযুক্তি

লাইকি ট্যালেন্টস জমে উঠেছে

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি সম্প্রতি ‘লাইকি ট্যালেন্টস’ শীর্ষক ব্যতিক্রমী প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন শুরু করেছে। ২৯ মার্চ শুরু হওয়া লাইকির এ বছরের সবচেয়ে বড় এ ইভেন্টটি চলবে ২৩ মে পর্যন্ত।

সৃজনশীল পারফরমেন্স দিয়ে পরিচিতি লাভ করতে আগ্রহী প্রতিভাবান ও সম্ভাবনাময় কনটেন্ট ক্রিয়েটররা এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করবে।

‘ফেম-গ্লোরি-ইনফ্লুয়েন্স’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি এখন পুরোদমে চলছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইকি ক্যাম্পেইনের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ‘লাইকি ট্যালেন্টস’ মূলত একটি প্রতিযোগিতা, যেখানে সর্বাধিক জনপ্রিয় ও দক্ষ ২৬টি গ্রুপ তাদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবে। প্রতি গ্রুপে ১০ জন সদস্য থাকবে, যারা আট সপ্তাহব্যাপী হ্যাশট্যাগ চ্যালেঞ্জে অংশ নেবে। পপুলারিটি পয়েন্টস (১টি লাইক = ১ পয়েন্ট) ও ফলোয়ার (১ জন ফলোয়ার = ১০ পয়েন্ট) সংগ্রহ করতে প্রত্যেক সদস্য প্রতিযোগিতার হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতি সপ্তাহে সাতটি ভিডিও পোস্ট করতে পারবে। প্রতি সপ্তাহে র‍্যাংকিংয়ে নিচে থাকা তিনটি গ্রুপ বাদ পড়বে এবং শীর্ষে থাকা গ্রুপগুলো ৪২ হাজার টাকা সমমূল্যের সাপ্তাহিক বিজয়ী পুরস্কার অর্জনের পাশাপাশি লাইকি অ্যাপে পরিচিতি লাভ করবে।

লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস ইয়ান বলেন, ব্যবহারকারীদের প্রতিভা বিকাশে সব ধরণের দানে আগ্রহী লাইকি। আমরা আশা করি, এই ক্যাম্পেইনের মাধ্যমে লাইকি ব্যবহারকারীরা আরও বেশি সংখ্যক শ্রোতার সামনে নিজেদের প্রতিভা দেখাতে পারবেন। একইসঙ্গে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

বিদ্যমান লাইকি ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ারদের সঙ্গে আরও ভালো যোগাযোগের উপায় হিসেবে এ প্রতিযোগিতাকে সাধুবাদ জানান। ভবিষ্যত লাইকি তারকারা এ সুযোগ কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।

এ ক্যাম্পেইনে থাকা জনপ্রিয় গ্রুপগুলোর মধ্যে রয়েছে #ফিশারক্যাটস, #রয়ালস্টার, #ড্রিমল্যান্ড, #ব্ল্যাকলায়ন, #দুরন্তসহ আরও অনেকে। প্রতিযোগিতাটি জমে ওঠেছে, তাই ফ্যান ও ফলোয়াররা আরও কঠিন লড়াই দেখতে পাবে বলে আশা করা যাচ্ছে।

লাইকি
সিঙ্গাপুরভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ারিং প্ল্যাটফর্ম লাইকি।

প্রথমবারের মতো ২০১৭ সালের জুলাইয়ে লাইকি প্ল্যাটফর্ম উন্মোচন করা হয়।

বর্তমানে, লাইকি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। বিশ্বজুড়ে এর ১০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে।

সবাই যাতে সৃষ্টিশীল ও অংশগ্রহণমূলক ভিডিও তৈরির মাধ্যমে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে পারে সে সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া লাইকির নানা ফিচার সহজে ব্যবহারকারীদের একে অন্যের সঙ্গে যুক্ত করে।

আইওএস-এ আইস্টোর ও অ্যান্ড্রয়েডের প্লেস্টোর থেকে লাইকি ডাউনলোড করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button