
সাধারণত শীতকালে লেবুর চাহিদা কম থাকে। কিন্তু এবার করোনার কারণে ভিটামিন ‘সি’ যুক্ত ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। তবে সে তুলনায় নেই সরবরাহ। ফলে দাম বেড়েছে তিন গুণের বেশি।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের দুই-তিনটি দোকান ছাড়া কোথাও লেবু নেই। পাইকারি দোকানগুলোয়ও সরবরাহ বেশ কম। ক্রেতারা লেবুর আকাশছোঁয়া দামের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন বাড়ি।
খুচরা বিক্রেতা বলছেন, বর্তমানে বাজারে প্রতি হালি এলাচি লেবু বিক্রি করা হচ্ছে ৭০ টাকায়। এক মাস আগেও এ জাতের লেবুর হালি বিক্রি করা হয়েছে মাত্র ২০ টাকায়। এ হিসেবে গত এক মাসে এলাচি লেবুর দাম বেড়েছে তিন গুণের বেশি।
এ ছাড়া কলম্বো লেবু ও কাগজি লেবু বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। এক মাস আগে এসব লেবু বিক্রি করা হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। কিছু লেবু রয়েছে যেগুলো ৪০ টাকা হালি বিক্রি করা হচ্ছে। এক মাস আগে এই লেবুর হালি ছিল ১০ টাকারও কম।
বিক্রেতারা জানান, আগে যেখানে ২০ বস্তা লেবু আসত এখন আসে ২ বস্তা। বাজারে লেবুর সরবরাহ একেবারেই কম। তাই দাম চওড়া। এই মৌসুমে লেবুর ফলন খারাপ হওয়ায় সরবরাহ নেই।