প্রধান প্রতিবেদন

শিক্ষার্থীদের ফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করার পর এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের জীবনের দিকে তাকাতে হবে। তারা যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়ে। এমনিতেই তারা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এটা তাদের জীবনে একটা বিরাট বাধা সৃষ্টি করছে। এ ক্ষেত্রে এই ফলাফল নিয়ে যদি আবার বিরূপ মন্তব্য করা হয়, তাহলে এর ফলেও কিন্তু তাদের ওপর মানসিক চাপ পড়বে। কাজেই যারা এ ধরনের কথা বলছেন, তাদের বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

শিক্ষার্থীদের পড়ালেখায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য করোনা পরিস্থিতির মধ্যেও ফল ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশেও করোনা পরিস্থিতির কারণে একই পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে এভাবে ফলাফল প্রস্তুত করা হয়েছে। এ ক্ষেত্রে জেএসসি ও সমমান, এসএসসি ও সমামানের পরীক্ষা বিবেচনায় নিয়ে আসা হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল। এই কাজ যে সহজে করতে পেরেছেন, এ জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। তাই আমরা ফলাফল ঘোষণা করলাম। তাদের পড়াশোনা অব্যাহত থাকবে।’

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি সব বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আজ এ ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ফল ঘোষণা করেন।

ঘোষণার পর প্রধানমন্ত্রী সব পরীক্ষার্থীদের অভিনন্দন জানান।

করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সবাইকে ‘অটোপাস’ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শুক্রবার নির্দেশ দেয়া হয়েছে ফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত করা যাবে না।

এতে আরো বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button