প্রধান প্রতিবেদন

‘শুধু সমস্যা খুঁজলে হবে না, সমাধান করতে হবে’

যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তা তরুণ সমাজকে মাথায় রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের দায়িত্ব বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা। শুধু নালিশ করলে হবে না। সমস্যা খুঁজলে হবে না। সমস্যার সমাধান করতে হবে।

গতকাল মঙ্গলবার রাতে সিআরআই ও ইয়াং বাংলা আয়োজিত ‘জয়বাংলা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিউইয়র্ক থেকে যুক্ত হয়ে জয় অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কোভিড-১৯ এর মধ্যে এই অ্যাওয়ার্ড সিরোমনি ভার্চুয়ালি করতে পারছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্চ থেকে দেশে আসতে পারছি না। কারণ এখানে কোভিডের ভয়ংকর পরিস্থিতি। তারপরও আমাদের সরকার ভার্চুয়ালি দেশ চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের কাজ ভার্চুয়ালি করে যাচ্ছি। পাঁচ অথবা দশ বছর আগে বাংলাদেশের কেউ কি কল্পনা করতে পারতো? আমি নিজেই একটু গর্বিত যে, ডিজিটাল বাংলাদেশের এটাই একটা লাভ এবং ফলাফল। আজ যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত।’

ডিজিটাল বাংলাদেশের শুরুর কথা মনে করে তিনি বলেন, ‘আমরা এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি এবং এটাকে দশ বছর ধরে বাস্তবায়ন করি। শুরুর দিকে এটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, টিটকারি করেছে। ডিজিটাল বাংলাদেশ কি? তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি, এই বছরে পাচ্ছি। কোভিড-১৯ হোক আর যাই হোক- আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশের কাজ চালিয়ে যেতে পারব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা নিজেরাই বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোন বিদেশি কনসালটেন্ট কোম্পানি এসে, বিশ্বব্যাংক এসে বাস্তবায়ন করেনি। এটার সম্পূর্ণ প্ল্যান ও ইম্প্লিমেন্টেশন আমাদের নিজস্ব চিন্তা ধারায় করা।’

বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকবে বলেও অঙ্গীকার করেন সজীব ওয়াজেদ জয়।

জাতির পিতার আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে জয় বলেন, ‘তিনি জীবন দিয়ে গেছেন দেশের মানুষের জন্য। উনার একটিমাত্র স্বপ্ন ছিল দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আমাদের ইয়াং বাংলার বিজয়ীরাও সে কাজটি করেছে। দেশের মানুষের জীবনের যাতে উন্নয়ন হয়, পরিবর্তন হয়, দেশের মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।’

জয় বাংলা অ্যাওয়ার্ড বিজয়ীদের অভিজ্ঞতা ও মতবিনিময় শেষে ধন্যবাদ জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা অসাধারণ কাজ করছেন। আপনাদের চিন্তাধারা আসলেই দেশের মানুষের জন্য অনুপ্রেরণা। শিশুদের, নারীদের, প্রতিবন্ধীদের সহযোগিতা করছেন। কারণ তারা তো পিছিয়ে থাকতো, তাদেরকে কেউ দেখতো না। তাদেরকে বোঝা মনে করত আমাদের সমাজে। তবে তারা তো মানুষ, আমাদের দেশের মানুষ।’

ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরআই’র ট্রাস্টি নসরুল হামিদ বিপু।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়াং বাংলা তরুণদের ১৩০ সংগঠনকে সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়েছে। এদের মধ্যে অনেক সংগঠনই পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে পেয়েছেন নিজেদের কাজের স্বীকৃতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button