
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন কার্যকর করে তুরস্ক। জারি থাকবে আগামী ১৭ মে পর্যন্ত। করোনা ভাইরাসের তৃতীয় ঢেও সামাল দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুসলিমপ্রধান দেশটি।
এ ছাড়া লকডাউনের সময় দেশটিতে কোনো জনসমাবেশ কিংবা জনসমাগমের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে ১৫ দিন পরে ঈদুল ফিতরের উৎসব ও সামাজিক মেলামেশার একটা ঐতিহ্যগত অনুষ্ঠান রয়েছে তুরস্কে।