অর্থনীতি

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল ১৪০ প্রতিষ্ঠান

চলতি বছরের সর্বোচ্চ ভ্যাট (মূসক) দানকারী হিসেবে জাতীয় পর্যায়ে নয় ও জেলা পর্যায়ের ১৩১ প্রতিষ্ঠান পুরস্কার ও সম্মাননা পেয়েছে।

আজ বুধবার (২ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার ঘোষিত ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’-এর অধীনে এ পুরস্কার দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) ইসরাত জাহান রুমার স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন খাতে জাতীয় পর্যায়ে এই সম্মাননা পেয়েছে নয়টি প্রতিষ্ঠান। উৎপাদন খাতে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

ব্যবসা খাতে এই পুরস্কার পেয়েছে হ্যামকো করপোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। আর সেবা খাতে সামিট কমিউনিকেশনস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি) ও চিটাগাং ওয়্যারহাউজেস লিমিটেড।

জেলা পর্যায়ে ১৩১ প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button