বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিব আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে তাঁর সঙ্গে বন্দুক হাতে একজন নিরাপত্তাকর্মীকে দেখা গেছে। কয়েক দিন আগে সাকিবকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে সুনামগঞ্জের এক ব্যক্তি। গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে মহসিনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় সাকিবকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ গণমাধ্যমকে সাকিবের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।
দেশসেরা ক্রিকেটারের নিরাপত্তায় ক্রিকেট বোর্ড সচেতন উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাদের বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।’
গানম্যান এখন থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। বাইরে চলাফেরা ও স্টেডিয়ামে আসা-যাওয়ার সময় সাকিবের নিরাপত্তায় থাকবেন তিনি।