
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে গেছেন তার মা শিরীন আক্তারও।
তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে মার্চের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার জন্যে ছুটি চান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।
বিসিবি তার ছুটি মঞ্জুর করায় টানা দুটি সিরিজে দলের সেরা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের সময় চোটে পড়েন সাকিব। চোট না সারায় খেলতে পারেননি ঢাকা টেস্টেও। তার চোট এখনও সারেনি।
এর আগে, নতুন বছরে নিজের পরিবারে নতুন অতিথির আগমনের সংবাদ জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।
অফিশিয়াল ইনস্ট্যাগ্রাম অ্যাকাউন্টে নিজ ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি পোস্ট করে তৃতীয়বার বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেন এ অলরাউন্ডার।
সাকিবের স্ত্রী শিশির জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। থাকেন দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যে। সাকিব-শিশির দম্পতির আলাইনা হাসান ও ইরাম হাসান নামে দুই কন্যাসন্তান রয়েছে।