
ঢাকার সাভারে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রুহুল মিয়ার (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গতকাল মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক ওই পথচারীকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায় বলেন তিনি।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।