প্রযুক্তি

সার দেয়ার নিয়ম জানাবে ফাইভজি ডিভাইস: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে আইওটি (ইন্টারনেট অব থিংস) ডিভাইস বলে দেবে ফসলের জমিতে কোন সার কখন ও কতটুকু দিতে হবে। জানা যাবে পুকুরে মাছের খাদ্যের চাহিদা কেমন।

সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে দারিদ্র বিমোচনে আর্থিক অন্তর্ভুক্তিতে ফিন্যান্সিয়াল টেকনোলজির ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত ১২ বছরে ফিন্যান্সিয়াল প্রযুক্তিতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইন্টারঅপারেবিলিটি চালু হওয়ার পর সামনের দিনে বিদ্যমান এই অবস্থা আরও উন্নত হবে। সামনের দিন হবে ক্যাশলেস সোসাইটির দিন। ১২ বছরে বাংলাদেশ যে পথ অতিক্রম করেছে এর ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে বাংলাদেশকে পেছনে ফেলার আর কোনো সুযোগ নেই।’

মন্ত্রী আরো বলেন, ‌‘পুঁজি শিল্পায়ন নিয়ন্ত্রণ করবে না। যারা উদ্ভাবক, মেধাবী ও সৃজনশীল সামনের দিনে তারাই হবে শিল্প প্রতিষ্ঠানের মালিক। উন্নয়ন ও গবেষণা ছাড়া শিল্প ও বাণিজ্যে কেউ টিকতে পারবে না।’

চতুর্থ শিল্প বিপ্লবে প্রচলিত জীবন ধারা থাকবে না জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘যারা উদ্ভাবক তারাই হবেন সবচেয়ে বেশি সম্পদের মালিক। ফাইভ জি প্রযুক্তি হবে শিল্পের প্রয়োজনে। পুকুরে আইওটি ডিভাইস বলে দেবে মাছের খাদ্যের চাহিদা কিংবা ফসলের জমিতে কী সার কখন, কতটুকু দিতে হবে, কখন সেচের প্রয়োজন হবে, ফাইভ জি সেই কাজটি করবে।’

অনুষ্ঠান মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

আইইবি কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট মো. নুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন বক্তৃতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button