বিনোদন ভুবন

সিনেমাওয়ালা মিউজিক আনছে ‘হিট’ গান

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘হিট’-এর জন্য তৈরি হলো নতুন একটি গান। শিগগির এটি মুক্তি পাবে সিনেমাওয়ালা মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটি গেয়েছেন অয়ন চাকলাদার। লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় আমরা হিটের পেছনে দৌড়াতে থাকি। বেশিরভাগ মানুষের মধ্যে যেন ধৈর্যের অভাব। গানের কথায় সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, রসিকতার মোড়কে সাজানো গানটি শ্রোতাদের ভাবাবে।’

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাসান মাসুদ, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, ইশতিয়াক আহমেদ রুমেল, মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন।

‘হিট’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ১৩তম ধারাবাহিক। রচনা করেছেন মারুফ রেহমান। প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। এ ছাড়া এর প্রতিটি পর্ব থাকবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button