প্রযুক্তি

সিনেমাপ্রেমীদের জন্য লাইকির ‘ক্রেজি মুভি এডিটরস’

জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনে বাংলা, হিন্দি ও ইংরেজিসহ অন্য যে কোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কনটেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার।

২২ মে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৪ জুন পর্যন্ত।

লাইকি ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনা এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকির সব ক্রিয়েটর ও ব্যবহারকারী এতে অংশ নিতে পারবেন।

অংশ নেয়ার প্রক্রিয়াটি বেশ সহজ – রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CrazyMovieEditors হ্যাশট্যাগ যুক্ত করে আপলোড করলে হবে।

একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ছয় ভাগে অনুর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কনটেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন। নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নির্বাচিত হতে রিভিউ কনটেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম ও অ্যাকাউন্টে আগে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারও উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেসঙ্গে ভিডিওগুলোয় বোঝার সুবিধায় রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভির নাম ও ভিডিওর ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

নিজেদের কনটেন্টগুলোকে আরও চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন, এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সবার কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশ নিয়ে।’

ক্যাশ প্রাইজ, কোয়ালিটি প্রাইজ ও আইডেন্টিটি প্রাইজ – এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী রিভিউয়ারদেরকে পুরস্কৃত করা হবে। যদি কোনো রিভিউয়ার দুই সপ্তাহে আলাদা পাঁচটির বেশি মুভির রিভিউ তৈরি করে, সেক্ষেত্র নির্বাতি অ্যাকাউন্টের সুযোগ থাকবে ১ হাজার মার্কিন ডলার শেয়ার করার। কোয়ালিটি প্রাইজ ক্যাটাগরির আওতায় একেকটি অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার ও সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত জিততে পারবেন। একটি ভিডিওতে দুই হাজার লাইকের জন্য ভিডিও নির্মাতা ১ মার্কিন ডলার করে পাবেন। সেরা ১০ কনটেন্ট নির্মাতা লাইকি ব্লু ভি ব্যাজ ভেরিফিকেশন অর্জন করবেন। পরবর্তীকালে সেই ব্যবহারকারীর বানানো যে কোনো কন্টেন্টকে ব্লু ভি মানদণ্ডে মূল্যায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button