তারকা কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে গাইলেন সিঁথি সাহা। এর আগে সম্মিলিতভাবে একটি দেশাত্মবোধক গান করলেও এবারই প্রথম তারা দ্বৈতকণ্ঠে গাইলেন। তাহসান-সিঁথির গাওয়া ও বকুলের লেখা এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে শুক্রবার।
শিল্পী সিঁথি জানান, এটি পুরোপুরি ক্লাসিকাল মেলোডিয়াস গান। তৈরি হয়েছে সুমন ধরের সিনেমা ‘নাড়া’র জন্য।
‘ভালোবাসায় ছুঁয়ে দিলে’ নামে গানটির সুর সংগীত করেছেন অমিত ঈশান।
গান অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন তাহসান খান। নানা পণ্যের প্রমোশন ও শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন।
জানিয়েছেন, অনেকদিন পর তিনি প্লেব্যাক করলেন। চলতি বছর এটাই তার প্রথম প্লেব্যাক। সিঁথির সঙ্গে প্রথম কাজ। তিনিও ভালো গেয়েছেন।
প্রথমবার তাহসানের সঙ্গে গাইতে পেরে সিঁথি সাহাও অন্যরকম ভালো লাগা অনুভব করছেন। তিনি বলেন, তাহসান ভাইয়ের গানে নিজস্ব স্টাইল রয়েছে। তার গানের নিয়মিত শ্রোতা আমি, ভক্তও বটে! পছন্দের শিল্পীর সঙ্গে গাইতে পারাটা সত্যি অন্যরকম ভালোলাগার।
পরিচালক সুমন ধর বলেন, আমি দুটি সিনেমা বানাবো। ফেব্রুয়ারিতে নাড়া’র কাজ প্রথম শুরু করবো। তার আগে গান রেকর্ড হল।