সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেয়া, সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ কয়েক দাবিতে ধর্মঘটে নেমেছে সিলেটের পরিবহণ সংগঠনগুলো।
বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে তিন দিনের ধর্মঘটে নেমেছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ কয়েক দাবিতে গতকাল সোমবার থেকে ধর্মঘটে নেমেছে সিএনজি-অটোরিকশা মালিক ঐক্য পরিষদ।
জেলার বাসিন্দারাও চাচ্ছেন, এ সমস্যার দ্রুত সমাধান হোক।
ধর্মঘটে একাত্মতা পোষণ করেছে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট অন্য সংগঠনও।
জানা গেছে, সিলেট বিভাগের অন্য তিন জেলায়ও ধর্মঘট চলবে।
পরিবেশ ধ্বংস ও ব্যাপক প্রাণহানির পর সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজসম্পদ মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের ফলে পরিবহণ ব্যবসায়ী ও শ্রমিকেরা সংকটে পড়েছেন দাবি করে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য আন্দোলনে নামে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ।