ক্রীড়া

সুইসদের হারিয়ে শীর্ষে স্পেন

প্রথম ১৫ মিনিটে দুই দলই পেল দারুণ দুটি সুযোগ। আশা জাগাল জমজমাট লড়াইয়ের। কিন্তু শুরুর সে রোমাঞ্চ বেশিক্ষণ থাকেনি। দর্শকশূন্য মাঠে ম্যাড়মেড়ে ম্যাচে সৌভাগ্যের এক গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছে স্পেন।

দেশের মাটিতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। শুরুর দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। এ জয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দৃঢ় করেছে স্পেন।

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইজারল্যান্ডকে চেপে ধরে স্পেন। খেলার ধারার বিপরীতে দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি তৈরি করে সফরকারীরা। প্রতি-আক্রমণে চমৎকার এক ক্রসে ডি-বক্সের ভেতর থেকে বুলেট গতির শট নেন লরিস বেনিতো। দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ দে হেয়া।

দুই মিনিট পরে জালের দেখা পেয়ে যায় স্পেন। গোলটা একরকম সুইসদের উপহার। বল ক্লিয়ার না করে ডি-বক্সের ভেতরে এক জন আরেকজনকে পাস দিচ্ছিলেন তারা। গোলরক্ষক ইয়ান সমেরের বাড়ানো বলের নাগাল পাননি গ্রানিত জাকা। সে সুযোগে মিকেল মোরেনোর থেকে বল পেয়ে বাকিটা সহজে সারেন মিকেল ওইয়ারসাবাল।

পিছিয়ে পড়েও পাল্টা জবাব দিতে পারেনি সুইজারল্যান্ড। স্পেনের বিপক্ষে আগের ২০ ম্যাচের ১৫টিতেই হারা দলটি ব্যস্ত থাকে রক্ষণ সামলাতে। বল নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সফরকারীদের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ডরা।

দ্বিতীয়ার্ধেও খুব একটা হেরফের হয়নি খেলায়। সুযোগ তৈরি করতেই ভুগেছে সুইজারল্যান্ড। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে আলো ছড়ানো আদামা ত্রাওরে মাঠে নামার পর আক্রমণের ধার বাড়ে স্পেনের। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি তারা।

‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে জার্মানি। ৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ইউক্রেন।

পরের ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানির মাঠে খেলবে সুইজারল্যান্ড। একই দিনে ইউক্রেনের মাঠে নামবে স্পেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button