
স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করা হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগের কথা বলা হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদা বেগম ও শরিফা খানকে পদোন্নতি দিয়ে যথাক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে সদস্য পদে (সচিব পদমর্যাদা) নিয়োগ দিয়েছে সরকার।
শিশুকল্যাণ ট্রাস্টের পরিচালক হাবিবুর রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য সেলিম আবেদকে বিদ্যুৎ বিভাগে এবং খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব বশীর আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।