সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে দুই ভাইসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মদিনার উহুদ পাহাড়ের কাছে সানাইয়া শিল্প এলাকায় স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে চার জনের বাড়ি কক্সবাজারের টেকনাফ ও রামুতে। অপর তিন জনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
তাদের মধ্যে দুই জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই নিজাম ও আরাফাত।
সৌদি আরবে এর আগেও কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় আগুনে পুড়ে।
এর আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয় জনের মৃত্যু হয়।