
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল থেকে তার কিডনি দুইটি ঠিকমতো কাজ করছে না।
অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। ফুসফুসেও সংক্রমণ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত কারণ, একাধিক জটিল রোগ ও প্রচুর ওষুধ প্রয়োগের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে তার শরীরে।
এখনও ভেন্টিলেশনে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ও রক্তচাপ ঠিক আছে।
সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাতে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তিনি করোনা মুক্ত হয়ে কিছুটা সুস্থ হলেও গেল সপ্তাহের মাঝামাঝি থেকে আবারো নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন।