স্বাস্থ্য

হৃদরোগের সংকেত দেবে যেসব লক্ষণ

নীরব ঘাতক হৃদরোগ। যেকোনো সময় যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। তবে বয়স বাড়ার সঙ্গে হৃদরোগে আক্রান্তের আশঙ্কা ঘিরে ধরে মানুষকে।

হার্ট অ্যাটাকের আগে কিছু প্রতিক্রিয়া দেখা দেয় শরীরে। যেমন- বুকে চিন চিন ব্যথা কিংবা নিশ্বাস নিতে সমস্যার পাশাপাশি আরো কয়েকটি সংকেত মেলে মানবদেহে। জেনে নিতে পারেন এর কয়েকটি:

বুকে ব্যথা
হঠাৎ বুকে ব্যথা হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। একে বলা হয় মাওকার্ডিয়াল ইনফ্রাকশান। এ সময় শিরার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে গতি কমে গেলেও এটা হতে পারে। অনেক সময় দৌড়ঝাঁপ করার সময় শিরা ধমনি দিয়ে যতটা রক্ত যাতায়াত করে, ততটা জোরে হার্ট পাম্প করতে পারে না। তখন ব্যথা অনুভূত হয়। এতে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে।

ব্যথা ছড়িয়ে পড়া
বুক থেকে ব্যথা ছড়িয়ে মাঝখান পর্যন্ত যাচ্ছে? তাহলে বুঝবেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। তাই দেরি না করে শিগগির চিকিত্‍সকের পরামর্শ নিন।

হাঁপিয়ে যাওয়া
আগে যে কাজগুলো অবলীলায় করতেন, তা করতে ভীষণ হাঁপিয়ে উঠছেন? এটাও হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। বোঝা যায়, আপনার হার্ট দুর্বল হয়ে পড়েছে। দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

অনিয়মিত হার্টবিট
অনিয়মিত হার্টবিটও বড় সমস্যা। এটি হলে নিজেই ভালো বুঝতে পারবেন। মাঝেমধ্যে হার্টবিট বাড়বে বা কমবে। তেমন ভয়ানক না হলেও চিন্তার কারণ রয়েছে। নিয়মিত পরীক্ষা করুন। আর দুশ্চিন্তা বাদ দিন।

পা ফুলে যাওয়া
পা-গোড়ালি কিংবা হাত ফুলে যাওয়াও হৃদরোগের সংকেত। হার্টে ঠিকমতো রক্ত পাম্প না করতে পারলে এ সমস্যা হয়। তাই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে নারীর হার্ট অ্যাটাক তুলনামূলক কম হয়। তবে নারীদের মেনোপজের পর হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button