প্রযুক্তি

২০২০: প্রযুক্তিখাতে আলোচিত ঘটনা

বিদায় নিচ্ছে আরো একটি বছর। ২০২০ সালটি নানা কারণে সমালোচিত। করোনা শাসন করেছে গোটা বিশ্ব। একইসঙ্গে প্রযুক্তির ব্যবহার বেড়েছে কয়েকগুণ। জীবন স্থবির হলেও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষের চিরায়ত অভ্যাস।

করোনার কারনে থমকে রয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ে অনলাইননির্ভর। যার প্রভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটসহ মোবাইল ইন্টারনেটের ব্যবহার বেড়ে যায়। আর অনলাইনে ক্লাস চালু হওয়ায় স্মার্টফোনের বিক্রিও বেড়ে যায়। অনেকে বছরজুড়ে বাসায় অফিস করেছেন।

রাজত্ব করেছে ই-কমার্স সাইটগুলো। লকডাউন থাকার কারণে মানুষের কেনাকাটা হয়ে যায় অনলাইনকেন্দ্রিক।

সভা, সেমিনারসহ সংবাদ সম্মেলন—সব হতে থাকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে।

বেসরকারি খাতের পাশাপাশি প্রযুক্তির ছোঁয়া লাগে সরকারি অফিসগুলোতেও। সরকারের মন্ত্রিসভার নানা বৈঠক হয় অনলাইনে। করোনাকালের ৭ মাসে সরকার ১০ লাখ ই-ফাইলের কাজ করে।

সরকারি তথ্য অনুযায়ী, করোনাকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ, ই-কমার্সে কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ। মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৫০ লাখ। আর দেশের অর্থনীতির চাকা সচল রাখা হয় এ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে।

আলোচিত কয়েকটি ঘটনা:

  • দেশের তৃতীয় সাবমেরিন প্রকল্পের অনুমোদন
  • অবৈধ মোবাইল ফোন বন্ধে চূড়ান্ত কার্যক্রম শুরু
  • আইএসপিএবির ঝুলন্ত তার আন্দোলন
  • পুঁজিবাজারে রবি
  • ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড
  • ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র
  • উইটসায় বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের পুরস্কার
  • বাংলাদেশে ফেসবুকের মামলা
  • পরে বাংলাদেশে ফেসবুক ডটকম ডটবিডি ব্যবহারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আগামী ৯ মার্চ পর্যন্ত ডোমেইন ব্যবহারের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button