
বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ম্যাপ কিংবা অ্যান্ড্রয়েড সেবার সবকিছুতে সাফল্য পেয়েছে। তাদের বেশ কয়েকটি পণ্য ও সেবা সাময়িকভাবে ভোক্তাদের মধ্যে সাড়া জাগালেও তা ছিল ক্ষণস্থায়ী। এগুলোর কয়েকটি নতুন পণ্যের জন্য আবেদন হারিয়েছে। আবার কিছু ব্যবহারকারী ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দেখে নিন এর কয়েকটি-
সায়েন্স জার্নাল
বিজ্ঞানবিষয়ক নানা এক্সপেরিমেন্টস রান করার জন্য গুগলের বেশ জনপ্রিয় অ্যাপ ছিল সায়েন্স জার্নাল। অ্যাপটি দিয়ে স্মার্টফোনে বিজ্ঞানবিষয়ক নানা এক্সপেরিমেন্ট চালু করতে পারতেন ব্যবহারকারীরা। ২০২০ সালের ১১ ডিসেম্বর থেকে চার বছর বয়সী সায়েন্স জার্নাল অ্যাপের কার্যক্রম বন্ধ করেছে গুগল। ধারণা করা হচ্ছে, চার বছরেও খুব বেশি গ্রাহকবেস তৈরি করতে না পারায় সেবাটি বন্ধ করা হয়েছে।
ট্রাস্টেড কন্ট্যাক্টস
২০১৬ সালে ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যাপ চালু করেছিল গুগল, যা দিয়ে ব্যবহারকারী কন্ট্যাক্ট লিস্টে থাকা নির্দিষ্ট কিছু কন্ট্যাক্টসের সঙ্গে নিজের অবস্থান শেয়া করতে পারত। এমনকি অনুমতি সাপেক্ষে অন্যের অবস্থান দেখতে পারত। চালুর পাঁচ বছরেও খুব বেশি সাড়া না পাওয়ায় অ্যাপটি বন্ধ করেছে গুগল। ১ ডিসেম্বর থেকে ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল প্লে মিউজিক
২০১১ সালে উন্মোচন করা এ অ্যাপের উদ্দেশ্য ছিল অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গ্রাহককে মিউজিক সেবা দেয়া। গুগল প্লে মিউজিক মূলত মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং সার্ভিস ছিল। গত ডিসেম্বর থেকে সেবাটি বন্ধ করা হয়েছে।