
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভারত ও পাকিস্তানসহ ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে।
অবশ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবেন কূটনীতিক, সৌদি নাগরিক, চিকিৎসা সেবায় নিয়োজিত ও তাদের পরিবারের সদস্যরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।
দেশগুলোর নাগরিকদের পাশাপাশি বিগত ১৪ দিনের মধ্যে এসব দেশে ভ্রমণ করেছেন তাদের জন্যও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৬৩৯ জন। মারা গেছেন ছয় হাজার ৩৮৩ জনের। দেশটিতে করোনাভাইরাসের টিকাকরণ চলছে।