আইন-আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলার ইকবাল গ্রেপ্তার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর দিয়াবাড়ি থেকে গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইকবাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য।

র্যাবের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন দলটির নেতা আইভি রহমানসহ ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ দলের শীর্ষ অনেক নেতা অল্পের জন্য বেঁচে যান।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১৮ সালের ১০ অক্টোবর এ রায় দেন বিচারিক আদালত।

বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্সসহ আসামিদের করা আপিল আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

মামলাটি শুনানির জন্য এরই মধ্যে বিজিপ্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে এসেছে। এখন প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দিলেই মামলাটির শুনানি শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button