
৯৯৯ এ ফোন পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৪ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাদের বিদেশে পাচারের উদ্দেশে দেশের বিভিন্ন জায়গা থেকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম. শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। ওই ব্যক্তির দেয়া সংবাদে যৌনপল্লির এক যৌনকর্মীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে ওই বাড়ির একটা তালাবন্ধ গোডাউন থেকে ১৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। পাচারকারীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।