প্রযুক্তি

ফোনে মূল্যছাড়সহ অপোর ‘ফ্রি হোম ডেলিভারি’ সেবা চালু

দেশজুড়ে পুনরায় লকডাউন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ফের ‘ফ্রি হোম ডেলিভারি’ সেবা চালু করেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। মহামারিতে গ্রাহকের চাহিদা অগ্রাধিকার দিয়ে এ সেবা আনল অপো বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ জুলাই) থেকে চালু হওয়া এ অফার চলবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।

সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

মাত্র একটি কলে (০৯৬১০৯৯৭৭৯১) অপো ফোন পৌছে যাবে ক্রেতার দোরগোড়ায়। এ সময় ফোন কেনা ছাড়াও অপো সম্পর্কিত যেকোন তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, সম্প্রতি এফ১৯ প্রো স্মার্টফোন ও ওয়্যারলেস ইয়ারফোন এনকো ডব্লউি১১-তে ছাড় ঘোষণা করেছে অপো। স্মার্টফোনে দুই হাজার টাকা ও ইয়ারফোনে এক হাজার টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। দুটি পণ্য একসঙ্গে কিনলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হবে।

দুর্দান্ত ফিচারের এফ১৯ প্রো স্মার্টফোনে রয়েছে শক্তিশালী কোয়াড ক্যামেরা সেট-আপ। ক্যামেরাগুলোর মধ্যে রয়েছে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা।

৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার।

ফোনটিকে শক্তিশালী করেছে এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। ৬.৪৩ ইঞ্চি ডিজাইনের আল্ট্রা স্লমি ফোনটির ওজন ১৭২ গ্রাম, পূরত্ব ৭.৮ মিলিমিটার। শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে যেকোন গেম খেলতে পারবেন। ফোনটির বাজার মূল্য ২৮,৯৯০ টাকা। বর্তমানে সীমিত সময়ের জন্য স্টক থাকা সাপেক্ষে বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে ২৬,৯৯০ টাকায়। তাই এখনই অর্ডার করে আপনার প্রয়োজনীয় ডিভাইস বুঝে নিন।

বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button