প্রযুক্তি

মিনিস্টারের কারখানা পরিদর্শন করেছেন ইসলামী ব্যাংকের প্রতিনিধিরা

দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিকস লিমিটেডের ময়মনসিংহের ত্রিশালস্থ কারখানা পরিদর্শন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা। এ সময় ফ্যাক্টরির ফ্রিজ, এয়ার কন্ডিশন উৎপাদন প্রক্রিয়া ঘুরিয়ে দেখান মিনিস্টার হাই-টেক পার্কের চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান রাজ ও ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু।

পরিদর্শন শেষে ইসলামী ব্যাংকের এএমডি বলেন, “আমাদের দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরী হচ্ছে বিশ্বমানের ইলেক্ট্রনিকস পণ্য। মিনিস্টার যেভাবে দেশীয় ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিতে প্রভাব বিস্তার করছে তা দেখে আমি সত্যিই অভিভূত। শুধু পণ্য উৎপাদন-ই নয় বরং দেশের মানুষের চাহিদা ও সামর্থ্যের মধ্যে মেলবন্ধন ঘটানো ও বহু মানুষের জন্য কর্মসংস্থানও করেছে এ কোম্পানীটি।”

ইসলামী ব্যাংক এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগের ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে মন্তব্য করে তিনি আরও বলেন, এভাবে কাজ করে গেলে আমরা আশা করি দেশীয় ইলেকট্রনিকসশিল্পেও বড় বিনিয়োগ করা সম্ভব ও দেশীয় বিনিযোগকারী প্রতিষ্ঠান এক্ষেত্রে এগিয়ে আসবে।

মিনিস্টার হাই-টেক পার্কের চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খান রাজ বলেন “আমরা অত্যান্ত আনন্দিত এ আথিথেয়তা দিতে পেরে। দেশীয় ইলেকট্রনিকসশিল্পকে এগিয়ে নিতে ও বহির্বিশ্বে পৌঁছে দিতে আমাদের বড় বিনিয়োগ প্রয়োজন। আমরা আশা করি, ইসলামি ব্যাংকের মত প্রতিষ্ঠান এক্ষেত্রে এগিয়ে আসবে”।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের নবাবপুর রোড করপোরেট শাখা প্রধান ইভিপি-মো. সিরাজুল আলম, এসএভিপি- বিনিয়োগ প্রধান মো. জসিম উদ্দিন এসপিও-মো. আবু নোমান মিনিস্টার হাই-টেক পার্কের অ্যাডভাইজার, সিএফও, ফ্যাক্টরি এক্সিকিউটিভ ডিরেক্টর, ফ্যাক্টরি ডিরেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button