অর্থনীতি

সপরিবারে টিকা নিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট

সপরিবারে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ টিকা নেন।

ওই সময় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নিজামুদ্দিন রাজেশসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

করোনার টিকা নিয়ে ফজলে ফাহিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও দূরদর্শী উদ্যোগের কারণে টিকা প্রাপ্তি, গ্রহণ ও সুষ্ঠু বণ্টনে বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম একটির তালিকায় থাকতে পেরেছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘এ টিকা শতভাগ নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

নির্বিঘ্নে ও নিঃসংকোচে দেশবাসীকে করোনার টিকা নেয়ার আহবান জানান এফবিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা টিকা নেয়া শুরু করেছেন। পর্যায়ক্রমে দেশের সব ব্যবসায়িক সংগঠনের নেতাসহ ব্যবসায়ীরা টিকা নেবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button