স্বাস্থ্য

‘আপনাদের একটু বেশিই ভ্যাকসিন দেওয়া লাগবে’

করোনার সংক্রমণ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিদ্রুপ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আপনারা যাঁরা বিভ্রান্ত করেন, আপনাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। আপনাদের একটু বেশিই দেওয়া লাগবে, কারণ আপনাদের মাথার মধ্যেও করোনা ঢুকছে।’

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথায় দশতলা সমন্বিত সরকারি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে গতকাল সন্ধ্যায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভ্যাকসিন আসবে। ইনশাআল্লাহ, যেভাবে আমরা চুক্তি করেছি, সেভাবেই ভ্যাকসিন আসবে। এবং যেভাবে মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা আমরা সেভাবেই ভ্যাকসিন দেব। এর মধ্যে বিভ্রান্ত করার কিছু নাই।’

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অনেক দয়ালু। আপনারা যাঁরা বিভ্রান্ত করেন, আপনাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। আপনাদের একটু বেশিই দেওয়া লাগবে, কারণ আপনাদের মাথার মধ্যেও করোনা ঢুকছে। শরীরে তো আছেই, মাথাতেও আছে। হয়তো ডাবল ডোজও লাগতে পারে।’

মন্ত্রী বলেন, ‘আপনারা হয়তো জানেন না মানিকগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য জায়গায় কী প্রকারের উন্নয়ন হচ্ছে। এরই মধ্যে আমার দ্বারা প্রধানমন্ত্রীর গাইডেন্সে দেশের আট জেলায় (ডিভিশনাল) উন্নতমানের ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। হার্টের হাসপাতাল তৈরি হচ্ছে। কিডনি হাসপাতাল তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।’

এর আগে এ দিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জেলার সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবনের ছাদের উদ্বোধন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে বলেন, ‘যেভাবে আমেরিকায় প্রত্যেকদিন হাজার হাজার লোক মারা যায়, পুরো বিশ্বে প্রতিদিন প্রায় ১০ হাজারের অধিক লোক মারা যায়, সেখানে আমাদের দেশে এখন মৃত্যুহার খুবই অল্প।’

স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানান, ‘আসুন আমরা সবাই মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং আমরা প্রত্যেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি। বাংলাদেশ ভালো আছে, অর্থনীতি ভালো আছে। সবাই ভালো আছে। আমরা এই অবস্থায় রাখতে চাই। আমরা আশা করছি, চলতি মাসের শেষে ভারত থেকে বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে এবং ভ্যাকসিন দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল মজিদসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক হাজার দুঃস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button