
নিউজিল্যান্ড সফরের জন্য জাতীয় দলের ক্রিকেটাররা দেশ ছাড়বে ২৩ ফেব্রুয়ারি। এর আগে করোনাভাইরাসের টিকা নিয়েছেন সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদসহ ২৩ ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি জানিয়েছেন। বলেন, আজকে ২৩ জন টিকা নিয়েছে। আর যারা বাকি আছে আমরা ওদের জন্য আয়োজন করছি।
জাতীয় দলের পাঁচ থেকে সাত জন টিকা নিতে চান না, এমন গুঞ্জন উঠেছিল দেশের ক্রিকেট মহলে। তবে ডা. দেবাশীষ বলেন, বিষয়টি তা নয়। বলেন, ‘নিতে চাননি এ রকম না। আমরা সবাইকে বলেছি, যারা যারা ইন্টারেস্টেড তারা নেবে। এটা তো বাধ্যতামূলক না।’
বিসিবির এ প্রধান চিকিৎসক জানান, আজ বৃহস্পতিবার যারা নেননি, তাদের জন্য আয়োজন করা হচ্ছে আরেকটি তারিখ। সেটি হতে পারে শনিবার।
‘আমরা আরেকটি তারিখে আয়োজন করব। কালকে তো শুক্রবার। কালকে পারব না হয়তো। শনিবার হয়তো আয়োজন করব। বাকিদের আমরা আসতে বলব সেদিন’, বলেন ডা. দেবাশীষ।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। টিকার প্রথম ডোজ নেয়ার পর সফর করে এসে দ্বিতীয় ডোজ নেবেন ক্রিকেটাররা।