দলীয় মনোনয়নপত্র নিয়ে জটিলতায় সিপিবি প্রার্থীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দলীয় মনোনয়নপত্র (দলের স্বাক্ষরিত চিঠি) নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীরা। পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন স্বাক্ষরিত মনোনয়নের একই চিঠি কোথাও বৈধ হয়েছে। আবার কোথাও ওই চিঠির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন রিটার্নিং অফিসাররা। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে অধিকাংশ স্থানে জাটিলতায় পড়েছেন সিপিবি প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে নরসিংদী-৪ আসনে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন কুমিল্লা-৫ আসনের রিটানিং কর্মকর্তা। একইভাবে দলীয় মনোনয়নপত্রে ত্রুটির কারণ দেখিয়ে গাইবান্ধা-২ (সদর) আসনের সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ ও ঢাকা-১৫ আসনে আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আবার বৈধ ঘোষণা করা হয়েছে খুলনা-১ আসনে কিশোর রায়, খুলনা-৫ আসনে চিত্তরঞ্জন গোলদার ও খুলনা-৬ আসনে অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডলকে।
সংশ্লিষ্টরা জানান, সিপিবির কংগ্রেসে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তথ্য হালনাগাদ হয়নি। ফলে ওয়েবসাইটের পুরানো তথ্যানুযায়ী দলীয় মনোনয়নে ত্রুটি দেখিয়ে সিপিবি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অবশ্য রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাতিল হওয়া ওই সকল প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। সঠিক কাগজপত্র উত্থাপন করা হলে মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে।
এ বিষয়ে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, দলীয় কংগ্রেস শেষে গত ২৬ নভেম্বর আমরা নির্বাচন কমিশনের কাছে কাগজপত্র জমা দিয়েছি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর আরো কিছু তথ্য চেয়ে একটা চিঠি দেয় কমিশন। গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি। কিন্তু ওয়েবসাইটে নেতৃত্বের গরমিল দেখিয়ে আমাদের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে যাব এবং নিয়মানুযায়ী আপীল করব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের ভুল বুঝে সিপিবি প্রার্থীদের বৈধ ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


