ক্রীড়াপ্রধান প্রতিবেদন

সাকিব ও মোস্তাফিজের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

করোনা পরিস্থিতির অবনতির কারণে আইপিএলের এবারের আসর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে বিসিসিআই। ফলে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেশে আসার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেন না থাকতে হয়, সে চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাতে রাজি হয়নি। ফলে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে

স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদমাধ্যমকে জানান, বিসিবি থেকে কোয়ারেন্টিন না করার জন্য চিঠি দেয়া হয়েছিল। আমরা না করে দিয়েছি।  সাকিব ও মোস্তাফিজের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। নিয়মানুযায়ী তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে আসা জাতীয় দলের ক্রিকেটারদের ক্ষেত্রে ১৪ দিনের বদলে ৩ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সাকিব ও মোস্তাফিজের ক্ষেত্রে সিদ্ধান্ত এলো ভিন্ন। এই সিদ্ধান্তে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিব ও মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

করোনা পরিস্থিতির অবনতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ। আবার আইপিএলও স্থগিত হয়েছে। ফলে সাকিব ও মোস্তাফিজকে ‘বিশেষ ব্যবস্থায়’ দেশে ফেরানোর কথা ভাবছে বিসিবি। বিসিবি সূত্রে জানা গেছে, তারা যেহেতু আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন, দেশে ফেরার পর তাদের জন্য কোয়ারেন্টিন শিথিল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন জানা গেল, ১৪ দিনের কোয়ারেন্টিনেই থাকতে হবে তাদের।

আইপিএল শেষ করে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দু’জন। কিন্তু করোনার দাপটে আজ মঙ্গলবার হুট করেই আইপিএল বন্ধ ঘোষণা করে বিসিসিআই।

আইপিএল বন্ধ ঘোষণার পর বিসিসিআই জানিয়েছে যে, দেশি-বিদেশি ক্রিকেটারদের বাড়িতে পাঠানোর জন্য তারাই ব্যবস্থা করছে। তাই পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি। দুই বোর্ডের সমন্বয়ের মাধ্যমেই সাকিব-মোস্তাফিজকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button