ডার্বিতে ধনী পিএসজির শিরোপা স্বপ্ন ভাঙল ‘গরিব’ প্যারিস
ফরাসি কাপে প্যারিস শহরের ডার্বিতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ১–০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস এফসি। কাপ থেকে পিএসজিকে ছিটকে দেওয়া ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জোনাথান ইকোনে।
সোমবার রাতে পার্ক দেস প্রিন্সেসে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৬ মিনিটের মাথায় গোল করেন প্যারিস এফসির ইকোনে। মজার বিষয় ১৬ বারের রেকর্ড চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারীদের স্তব্ধ করা এই খেলোয়াড় পিএসজি একাডেমি থেকেই উঠে এসেছেন।
এদিকে, পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি লুইস এনরিকের দল।
এই হারের ফলে ২০২২ সালের পর প্রতিযোগিতাটিতে প্রথমবার ঘরের মাঠে ম্যাচ হারল পিএসজি। একই সঙ্গে ২০১৪ সালের পর প্রথমবার ‘শেষ ৩২’-পর্ব থেকেই বিদায় নিতে হলো ফরাসি জায়ান্টদের।
গোল করার পর সাবেক ক্লাবের বিপক্ষে কোনো উদযাপন করেননি ইকোনে। ম্যাচ শেষে ফ্রান্স টেলিভিশনকে তিনি বলেন, ‘আমরা খুব খুশি। রক্ষণে আমরা ভালো খেলেছি। গোলটা করে সত্যিই আনন্দ পেয়েছি। আশা করি, এটা আমার শেষ গোল নয়। ’
ম্যাচ শুরুর আগে পিএসজির সাবেক অধিনায়ক মামাদু সাখো মাঠেই নিজের অবসরের ঘোষণা দেন। উল্লেখ্য, সাখোর পেশাদার ক্যারিয়ারের শুরু প্যারিস এফসিতেই।
প্রথমার্ধে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতে। জর্জিয়ার উইঙ্গার খভিচা কভারাস্খেলিয়া দারুণ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। বিপরীতে, প্যারিস এফসির পক্ষে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিলেন আলিমামি গোরি। তবে বিরতির পাঁচ মিনিট আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় নামেন ম্যাচের একমাত্র গোলদাতা ইকোনে।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটে পিএসজি সুবর্ণ সুযোগ পেয়েছিল। প্যারিস এফসির ডিফেন্ডার মুস্তাফা এমবো’র ভুল পাসে বল পেয়ে যান গনসালো রামোস। তবে তার বাঁকানো শট ফিরিয়ে দেন প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাদিও।
ম্যাচে তখনো দাপট দেখাচ্ছিল পিএসজি। কিন্তু শেষ ১৫ মিনিটে দ্রুত প্রতি-আক্রমণে উঠে আসে প্যারিস এফসি। সেখান থেকেই কাছ থেকে বল জালে ঠেলে দেন ইকোনে।
ম্যাচে যোগ করা সময়ের সপ্তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পিএসজি। দেজিরে দুয়ের হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ভিতিনিয়ার দূরপাল্লার শট দুর্দান্তভাবে ঠেকান এনকামবাদিও। পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন তিনি। এতেই বিদায় নিশ্চিত হয় ‘ধনী’ পিএসজির।
ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, পিএসজির স্কোয়াডের দাম যেখানে ১১৯ কোটি ইউরো, সেদিকে প্যারিস এফসির স্কোয়াডের বর্তমান বাজারমূল্য মাত্র ৯ কোটি ৫২ লাখ ইউরো।
চলতি মাসের শুরুতে দুই দলের মধ্যে লিগে প্রথম প্যারিস ডার্বিতে ২-১ ব্যবধানে জিতেছিল পিএসজি। সেই ম্যাচে গোল করেছিলেন দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলে।


