মিরপুর টেস্ট: মুরাদের দ্বিতীয় উইকেট, শেষ বিকেলে চাপে আয়ারল্যান্ড
দ্বিতীয় উইকেট পেলেন মুরাদ। তাঁর দুর্দান্ত বলে ফিরলেন ক্যাম্ফার। ফিরেছেন শূন্য রানে। ৮৪ রানে ৪ উইকেট নেই আইরিশদের।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক 11/20/2025
Share :
খালেদ, মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিলেন মিরাজ। তিনি ফিরিয়েছেন কারমাইকেলকে। ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ১৭ রান। খালেদ, মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিলেন মিরাজ। তিনি ফিরিয়েছেন কারমাইকেলকে। ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ১৭ রান।
খালেদ, মুরাদের পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিলেন মিরাজ। তিনি ফিরিয়েছেন কারমাইকেলকে। ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়েছেন কারমাইকেল। তিনি করেছেন ১৭ রান।


